Deforestation Paragraph – SSC, HSC and Others

Deforestation Paragraph for SSC

Deforestation means cutting down trees from forests. It is happening very fast in many parts of the world. People cut trees for farming, building houses, making furniture, and using the land for other needs. When trees are removed, many animals lose their homes. Some animals even die because they cannot find food and shelter. Trees are very important for the environment. They help to keep the air clean by taking in carbon dioxide and giving out oxygen. Without trees, there is more carbon dioxide in the air, which makes the earth hotter. This is called global warming. Also, when trees are gone, the soil becomes loose and is washed away by rain. This can cause floods and make rivers dirty. Deforestation also affects the water cycle by reducing rainfall. To protect our planet, we must stop cutting trees without a good reason. We should also plant more trees to make our world green and healthy again. (156 words)

বাংলা অর্থ

বন উজাড় বা বন ধ্বংস মানে হলো গাছ কেটে বন পরিষ্কার করা। এটি বিশ্বের অনেক জায়গায় খুব দ্রুত ঘটছে। মানুষ চাষাবাদ, ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র বানানো এবং জমি ব্যবহারের জন্য গাছ কাটে। যখন গাছ কাটা হয়, তখন অনেক পশুপাখি তাদের বাসস্থান হারায়। কিছু প্রাণী খাবার ও আশ্রয় না পেয়ে মারা যায়। গাছ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে, ফলে বাতাস পরিষ্কার থাকে। গাছ না থাকলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা পৃথিবীকে আরও গরম করে তোলে। এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। আবার, গাছ না থাকলে মাটি আলগা হয়ে যায় এবং বৃষ্টির পানিতে ভেসে যায়। এতে বন্যা হতে পারে এবং নদী নোংরা হয়ে যায়। বন উজাড় বৃষ্টিপাতও কমিয়ে দেয়, ফলে পানির চক্রে সমস্যা হয়। আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে। আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত, যেন আমাদের পৃথিবী আবার সবুজ ও সুস্থ হয়।

আরও পড়তে পারোঃ

Deforestation Paragraph for HSC

Deforestation means cutting down trees and destroying forests. It is happening very quickly in different parts of the world. People cut trees for farming, building houses, making furniture, and many other purposes. Sometimes they clear large areas of forests to grow crops or raise cattle. As a result, many animals lose their homes and food. Some of them cannot survive without the forest. Trees are very important for the environment. They take in carbon dioxide and give us oxygen. Oxygen is necessary for all living beings. If trees are removed, the amount of carbon dioxide increases, and the world becomes hotter. This is called global warming. Deforestation also causes soil erosion. Without trees, the soil becomes loose and rainwater easily washes it away. This can cause floods and damage rivers. Moreover, deforestation reduces rainfall because trees play an important role in the water cycle. If there are fewer trees, there will be less rain. To protect the earth, we must stop cutting down trees unnecessarily. We should also plant more trees to replace the ones we have lost. Trees help to keep the earth cool, clean, and green. Protecting forests is very important for our own future and for the next generations. (202 words)

বাংলা অর্থ

বন উজাড় বলতে গাছ কেটে বন নষ্ট করাকে বোঝায়। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত ঘটছে। মানুষ চাষাবাদ, বাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরিসহ নানা কারণে গাছ কাটছে। কখনও কখনও বড় বড় বনভূমি পরিষ্কার করে কৃষিকাজ বা গবাদিপশু পালনের জন্য জমি তৈরি করা হয়। এর ফলে অনেক পশুপাখি তাদের আবাসস্থল ও খাদ্য হারায়। অনেক প্রাণী বন ছাড়া বাঁচতে পারে না। গাছ পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং আমাদের অক্সিজেন দেয়। বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই দরকার। যদি গাছ কাটা হয়, তাহলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং পৃথিবী আরও গরম হয়ে ওঠে। একে বৈশ্বিক উষ্ণতা বলে। বন ধ্বংসের ফলে মাটির ক্ষয় হয়। গাছ না থাকলে মাটি আলগা হয়ে যায় এবং বৃষ্টির পানিতে সহজেই ধুয়ে যায়। এতে বন্যা হতে পারে এবং নদী দূষিত হয়। এছাড়া, বন ধ্বংসের কারণে বৃষ্টিপাতও কমে যায়, কারণ গাছপালা পানি চক্রের গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীকে রক্ষা করতে হলে অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে। হারিয়ে যাওয়া গাছের পরিবর্তে আরও গাছ লাগাতে হবে। গাছ পৃথিবীকে ঠান্ডা, পরিষ্কার এবং সবুজ রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন রক্ষা করা খুবই জরুরি।

Deforestation Paragraph for Class 6, 7, 8

Deforestation means cutting down trees in large numbers. People cut trees to build houses, make furniture, and prepare land for farming. As trees are removed, animals lose their homes and food sources. Trees are very important for our environment because they clean the air by taking in carbon dioxide and giving out oxygen. Without enough trees, carbon dioxide increases, causing global warming. Also, soil becomes weak and washes away easily, leading to floods. Rivers become dirty too. Deforestation also reduces rainfall. To save our planet, we must stop cutting trees carelessly and plant more trees to make the earth green again. (101 words)

বাংলা অনুবাদ

বন ধ্বংস মানে প্রচুর পরিমাণে গাছ কাটা। মানুষ ঘরবাড়ি বানাতে, আসবাবপত্র তৈরি করতে এবং চাষের জন্য জমি পরিষ্কার করতে গাছ কাটে। এতে পশুপাখি তাদের বাসস্থান ও খাবার হারায়। গাছ আমাদের পরিবেশের জন্য খুবই জরুরি, কারণ তারা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়। গাছ কমে গেলে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যায়, ফলে বৈশ্বিক উষ্ণতা তৈরি হয়। এছাড়া, মাটি দুর্বল হয়ে সহজে ধুয়ে যায়, যার ফলে বন্যা দেখা দেয়। নদীগুলোও দূষিত হয়। বন ধ্বংসে বৃষ্টিপাত কমে যায়। তাই পৃথিবী রক্ষা করতে আমাদের অসচেতনভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং আরও বেশি গাছ লাগাতে হবে।

tree plantation quote
Toukir
Toukir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Dashboard
Search
Posts
Index