Tense কি, কত প্রকার? Tense-এর আদিঅন্ত!

ইংরেজি শেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব সবারই জানা। Tense এর ধারণা ক্লিয়ার না থাকলে গ্রামারের বেশিরভাগ টপিক ভালো ভাবে বোঝা সম্ভব না। হোক সেটা Right Form of Verbs, Narration, Voice বা অন্য টপিক। Tense এর ক্লিয়ার জ্ঞান ছাড়া এই টপিক গুলো বোঝা, বা এক্সামে ভালো করা অসম্ভব। আমি চেষ্টা করবো ডিটেলসে না গিয়ে যতটুকু সংক্ষেপে পারা যায়, তিন প্রকার Tense এর ১২ টি ধরন তুলে ধরতে।