Sentence কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি? আদিঅন্ত!

Sentence কাকে বলে?

যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তাকে SENTENCE বলে ।

a group of words, usually containing a verb, that expresses a thought in the form of a statement, question, instruction, or exclamation and starts with a capital letter when written – Cambridge

যেমনঃ

  • Rahim is a student.
  • Sheela is going to school.
  • Please open the door.

অর্থানুসারে Sentence পাঁচ প্রকার:

  1. Assertive Sentence –বর্ণনামূলক
  2. Interrogative Sentence – প্রশ্নবোধক
  3. Imperative Sentence – আদেশ, উপদেশ, অনুরোধমূলক
  4. Optative Sentence – আশীর্বাদসূচক
  5. Exclamatory Sentence – বিস্ময়সূচক

উক্ত ৫ প্রকারের সংক্ষিপ্ত আলোচনাঃ

Assertive Sentence

যে Sentence বা বাক্য দিয়ে কোন কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়, তাকে Assertive Sentence বলা হয়। কোন বর্ণনা হ্যাঁ বোধক হতে পারে, আবার না বোধক হতে পারে। হ্যাঁ বোধক হলে সেটা Affirmative এবং না বোধক হলে সেটা Negative। যেমন:

  • I like ice cream. (আইসক্রিম পছন্দ করি, অর্থাৎ হ্যাঁ বোধক বর্ণনা, তাই Affirmative।)
  • We have a private car. (আমাদের গাড়ি আছে, অর্থাৎ হ্যাঁ বোধক। তাই Affirmative)
  • Kabir did not go to school. (স্কুলে যায় নি, অর্থাৎ না বোধক। তাই এটা Negative)
  • Tupo is a good football player. (ভালো খেলোয়াড়, অর্থাৎ—?)
  • He does not love her. (সে তাকে ভালোবাসে না, অর্থাৎ—?) 

Interrogative Sentence

যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলা হয়। দুইভাবে Interrogative Sentence গঠন করা যায়। Auxiliary Verb দিয়ে, অথবা WH-word দিয়ে। যেমন:

  • Is it cold outside?
  • What is your name?
  • Do you speak English?
  • Where shall we go?
  • Don’t you know who she is?
  • Do you want tea or coffee?
  • When does the movie start?
  • Why haven’t you completed your homework?

Imperative Sentence

যে Sentence বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায়, তাকে Imperative Sentence বলা হয়। যেমন:

  • Drive slowly.
  • Wait for me.
  • Please be quiet.
  • Clean your room.
  • Don’t stay out at night.
  • Let us go for a walk.
  • Do not laugh at the poor.
  • Always speak the truth.
  • Don’t ever touch my phone.
  • Please open the door quickly.

[Imperative Sentence-এ Subject হিসেবে Second person (You) উহ্য থাকে।]

Optative Sentence

 যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলা হয়। যেমন:

  • May Allah bless you.
  • May you prosper in life.
  • Long live our president.
  • Wish you a happy journey together.

[Optative Sentence সাধারণত May / Long Live দিয়ে শুরু হয়।]

Exclamatory Sentence

যে Sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব (আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ) ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে Exclamatory sentence বলা হয়। যেমন:

  • How he lies!
  • What a cute puppy!
  • What a happy ending!
  • Hurrah! We have won the game.
  • Hurrah! We are going to Cox’s Bazar.
  • Alas! I could not be at her funeral.
  • How sweetly the cuckoo sings!
  • What a wonderful land Bangladesh is!

গঠন অনুসারে Sentence তিন (৩) প্রকার:

  1. Simple Sentence
  2. Complex Sentence
  3. Compound Sentence

উক্ত তিন প্রকারের সংক্ষিপ্ত আলোচনাঃ

Simple Sentence

যে Sentence এ একটিমাত্র Subject এবং একটি Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple Sentence বলা হয়। যেমন:

  • I bought a pen.
  • He ate a mango.
  • We are playing.

উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I, He, We) হলো ‍Subject এবং (bought, ate, playing) হলো Finite verb.

Complex Sentence

যে Sentence একটি Principle Clausse এবং এক বা একাধিক Subordinate Clause দিয়ে গঠিত হয়, তখন তাকে  Complex Sentence বলে। সহজ করে বলতে গেলে, যখন একটি Sentence-এ দুইটা অংশ থাকবে যার একটা অংশ স্বাধীন অর্থাৎ অন্য অংশের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারবে। অন্যদিকে পরাধীন অংশ স্বাধীন অংশের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না।

  • I know   who came here. (এখানে, প্রথম অংশটার অর্থ হলো, “আমি জানি।“ এটা স্বাধীন অংশ। দ্বিতীয় অংশের অর্থ হলো, “যে এখানে এসেছিল।“ শুধু এটুকু বললে অর্থ পুরাটা প্রকাশ পায় না। ‘যে এখানে এসেছিল” বললে এর আগে বা পরে কিছু একটা লাগবে এমনটা মনে হয়। অর্থাৎ এটা পরাধীন অংশ।)
  • I know   that he is honest. (প্রথম অংশ আগের মতই। এরপরের অংশ, “সে যে সৎ” এটা পরাধীন অংশ। শুধু এটুকু বললে মনে হয়, কিছু একটা বাকি আছে।)
  • He is a man   whom everybody respects.

উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I know, I know, He is a man) হলো Principle Clause, অর্থাৎ স্বাধীন অংশ। এবং (who came here, that he is honest, whom everybody respects হলো Subordinate Clause বা পরাধীন অংশ।

Compound Sentence

যে Sentence এ একাধিক Principle Clause, Coordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Compound Sentence বলা হয়। অন্যভাবে বললে, দুইটা স্বাধীন বাক্য বা বাক্যের অংশ Conjunction দ্বারা যুক্ত হলে তখন সেটাকে Compound Sentence বলে।

Coordinating Conjunction গুলি হলো: ( And, But, Or, Yet, Therefore, So, Otherwise, Not only ….. but also)

যেমন:

  • She is poor but happy. (সে গরিব কিন্তু সুখী। অর্থাৎ, এখানে দুইটা আইডিয়া, এক. সে গরিব, দুই. সে সুখী। একটা অংশ অন্য অংশের উপর নির্ভরশীল নয়। দুইটাই স্বাধীন।)
  • I am weak but you are strong. (আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী। এখানে দুইটা অংশ, এক. আমি দুর্বল, দুই. তুমি শক্তিশালী। দুইটাই স্বাধীন বাক্য, and দ্বারা এগুলোকে যুক্ত করা হয়েছে।)
  • The boys sang and the girls danced. (এক. ছেলেটা গান গেয়েছিল, দুই. মেয়েরা নেচেছিল। বাক্য দুটিকে যুক্ত করা হয়েছে and দ্বারা।) 
  • I want to lose weight, yet I eat chocolate daily.
  • We have never been to Europe, nor have we visited Africa.

Read More

Parts of Speech এর সরল আলোচনা

গল্পে গল্পে Parts of Speech শেখা

Toukir
Toukir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Index