Tense কি, কত প্রকার? Tense-এর আদিঅন্ত!

ইংরেজি শেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব সবারই জানা। Tense এর ধারণা ক্লিয়ার না থাকলে গ্রামারের বেশিরভাগ টপিক ভালো ভাবে বোঝা সম্ভব না। হোক সেটা Right Form of Verbs, Narration, Voice বা অন্য টপিক। Tense এর ক্লিয়ার জ্ঞান ছাড়া এই টপিক গুলো বোঝা, বা এক্সামে ভালো করা অসম্ভব। আমি চেষ্টা করবো ডিটেলসে না গিয়ে যতটুকু সংক্ষেপে পারা যায়, তিন প্রকার Tense এর ১২ টি ধরন তুলে ধরতে।

Tense কাকে বলে?

কোন কাজ সংঘটিত হওয়ার সময়কে ইংরেজিতে Tense এবং বাংলায় ‘কাল’ বলা হয়।

any of the forms of a verb which show the time at which an action happened – Cambridge

Tense এর প্রকারভেদ নিচে দেখানো হলোঃ

বিস্তারিত না পড়ে শর্টকাট পরতে চাইলে নিচের বাটনে ক্লিক করোঃ

Present Tense

বর্তমান কালে কোন কাজ হয়, হচ্ছে, হয়েছে এরকম বোঝালে সেটা Present Tense। এর চার প্রকার নিচে আলোচনা করা হলোঃ

Present Indefinite Tense

সাধারণ বর্তমান কাল। এর কিছু উদাহরণ হবে এমনঃ আমি খাই, সে যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, ওদিকে যেও না ইত্যাদি।

Sentence Structure: Sub + V1 + Object.

Examples

  • Rahim is a good boy.
  • Do not come here.
  • The earth movies round the sun.

Note: Subject যদি Third Person, Singular Number হয় verb এর শেষে s বা es বসে

মনে রেখো:

  • I/we – First Person
  • You/your – Second person
  • He/she, it, they সমস্ত নাম – Third Person

Present Continuous Tense

Continue অর্থ কি? চালিয়ে যাওয়া। সুতরাং, Present Continuous হল, কোন কাজ বর্তমানে চলছে এমন। যেমনঃ সে স্কুলে যাচ্ছে, আমি একটি আম খাচ্ছি, নৌকাটি ডুবছে ইত্যাদি।

        Sentence Structure: Subject + am/is/are + Verb+ing + Object.

Examples

  • Rafi is running.
  • Ashik is cooking.
  • Riya is reading a book.
  • Moana is surfing in the sea.

Note: I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে

Present Perfect Tense

কোন কাজ কেবল শেষ হলো এরকম বোঝাবে। বলা হয়ে থাকে যে, কাজটি হয়েছে, কিন্তু ফলাফল বর্তমান। উদাহরণঃ তোমাকে আমি চিমটি দিলাম। এটা Present Perfect Tense। চিমটি দেয়া হয়েছে, এর ফলাফল এখন দেখা যাবে, সেটা কি তুমি ব্যথা পাবে। আরেকটা উদাহরণ হলো, আমি ভাত খেয়েছি। ভাত খাওয়া হলো, এর ফলফল কি হবে? আমি শরীরে শক্তি পাবো।

          Sentence Structure: Sub + have/has + V3 + Object.

Examples

  • I have done my homework. (ফলাফল? এখন স্যারকে দেখাবো)
  • He has written a letter. (ফলাফল? পোস্ট অফিসে গিয়ে পাঠাবো)
  • They have committed a crime. (ফলাফল? তাদের বিচার হবে)
  • Shila has gone to school. (ফলাফল? সে ক্লাস করবে)

অর্থাৎ, আমরা দেখতে পাচ্ছি, Present Perfect Tense এর কিছু বলা হলে, এর অবশ্যম্ভাবী কিছু ফলাফল চিন্তা করা যায় যা খুব শীঘ্রই ঘটবে।

Present Perfect Continuous Tense

কোন কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন কিছু। সহজ উদাহরণ হলো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা ৫ বছর ধরে এই বাসায় আছি, শাওন তিন ঘণ্টা ধরে গেম খেলছে ইত্যাদি।

Sentence Structure: Subject + has been/have been + main verb + ing + since/from/for +      object.

Examples

  • I have been doing this work for two days.
  • He has been reading for two hours.
  • He has been living here from his boyhood.

Past Tense

অতীত কালের কোন ঘটনা বোঝালে সেটা Past Tense। এর চার প্রকারের আলোচনাঃ

Past Indefinite Tense

সাধারণ অতীত। অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমনঃ আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, রাকিব গতকাল মাঠে আসে নি।

ফল বর্তমান নেই বলতে কি বোঝায়? Past Indefinite এবং Present Perfect এর মধ্যে পার্থক্য কি? ভেবে বের করার চেষ্টা করো।

Sentence Structure: Subject + V2 + object.

Examples

  • I ate rice.
  • I went to school.
  • He went to school.
  • He played football.

Past Continuous Tense

Present Continuous মনে আছে? বর্তমানে চলমান কাজ হলে Present Continuous। আবার অতীতে কোন কাজ চলছিল বোঝালে হয় Past Continuous Tense। বিশেষ করে কোন অতীত কালের বর্ণনা দিতে গেলে এই  Tense ব্যবহৃত হয়। যেমন, মা আমাকে খাইয়ে দিচ্ছিলেন, আমি আর আমার ভাই মাঠে খেলছিলাম, তারা তিভি দেখছিল ইত্যাদি। প্রত্যেকটা বাক্যই অতীতে কোন কাজ হচ্ছিল, এমনটা বোঝাচ্ছে।

Sentence Structure: Subject + was/were + main verb + ing + object.

Examples

  • I was eating rice.
  • He was going to school.
  • They were playing football.
  • I was singing song alone.

Past Perfect Tense

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past Perfect Tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Past Indefinite Tense হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আমি স্কুলে যাওয়ার আগেই ঘণ্টা বাজল, ডাক্তার আসার আগেই রোগী মারা গেল ইত্যাদি। প্রথম উদাহরণে, প্রথমে কি কাজ আছে? ঘণ্টা বাজা, অর্থাৎ এটা হবে Past Perfect তারপর ‘আমি ‘গেলাম’, তাহলে এটা হবে Past Indefinite।

Structure: Sub + had + V3 + Obj।

কিন্তু, Past Perfect আলাদাভাবে বসে না, Past Indefinite থাকবেই সাথে। উদাহরণ খেয়াল করিঃ

ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুইটি কাজ আছে, একটা ডাক্তারের আসা, আরেকটা হলো রোগীর মারা যাওয়া। আগে কোনটা ঘটেছে? রোগী মারা গেছে, তাহলে রোগী মারা যাওয়া হবে  Past perfect এবং ডাক্তার আসা হবে ডাক্তার আসা হবে Past Indefinite। তাহলে বাক্যটা কি দাঁড়াবে?

Examples

The patient had died before the doctor came.

The doctor came after the patient had died. (এটা ব্যাখ্যা করার চেষ্টা করো নিজে থেকে)

Past Perfect Continuous Tense

অতীতকালে কোন একটা কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল, কিন্তু বর্তমানে সেটি চলমান নয় তাহলে হবে Past Perfect Continuous Tense। যেমনঃ সে ৮ ঘণ্টা যাবৎ অজ্ঞান ছিল।

Sentence Structure: Subject + had been + Verb+ing + Obj.

Examples

  • I had been fixing pipelines for nine years.
  • Shila had been in a coma for 4 months.

Future Tense

ভবিষ্যতে কোন কাজ ঘটবে, ঘটতে থাকবে ইত্যাদি বোঝালে সেটা Future Tense। বাকি দুটোর মতো এটাও চার ভাগে বিভক্ত যার আলোচনা নিচে করা হলো।

Future Indefinite Tense

সাধারণ ভবিষ্যৎ কাল। কোন কাজ ভবিষ্যতে করা হবে/হবে না এরূপ বোঝালে  Future Indefinite Tense হবে। যেমন, আমি কাল সিলেট যাবো, রিমা আমাদের সাথে যাবে না ইত্যাদি।

        Sentence Structure: Sub + shall/will + Verb + Object. 

Examples

  • I shall go to the school.
  • He will go to the school.
  • They will do the work.

Note: সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসে।

Future Continuous Tense

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়। যেমনঃ আমি বইটি পড়তে থাকব, তারা ফুটবল খেলতে থাকবে, সে কাজটি করতে থাকবে ইত্যাদি।

        Sentence Structure: Subject + shall be/will be + main verb + ing + object.

Examples

  • I shall be singing the song.
  • They will be playing football.
  • He will be going to office.

Future Perfect Tense

কোন কাজ ভবিষ্যতে হয়ে থাকবে, করে থাকবে ইত্যাদি বোঝালে Future Perfect হয়। যেমন, সে কাজটি করে থাকবে, আমি গান গাইতে থাকব ইত্যাদি।

          Sentence Structure: Subject + shall have/will have + V3 + Obj.

Examples

  • I shall have done the work before my father comes.
  • I shall have finished reading the book by 4. PM.
  • I shall have sung a song before you leave.
  • I shall have finished my lesson before they come.

Future Perfect Continuous Tense

ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।

ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

যেমনঃ তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব, তারা আসার আগে আমি খেলিতে থাকিব।

Sentence Structure: 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.

Examples

  • We shall have been waiting for you until you come back.
  • I shall have been doing the work before my father comes.
  • I shall have been playing before they come.

📖 Mastering All 12 Tenses 🚀


🔵 Present Tenses

1️⃣ Present Indefinite (Simple Present)

✅ অভ্যাস, সাধারণ সত্য এবং নিয়মিত কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Example: I eat rice. (আমি ভাত খাই।)

2️⃣ Present Continuous

✅ বর্তমানে ঘটে চলা বা চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Example: I am reading a book. (আমি একটি বই পড়ছি।)

3️⃣ Present Perfect

✅ অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু ফলাফল এখনো বর্তমানের সাথে যুক্ত। Example: I have finished my homework. (আমি আমার বাড়ির কাজ শেষ করেছি।)

4️⃣ Present Perfect Continuous

✅ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলমান। Example: He has been working here for five years. (সে পাঁচ বছর ধরে এখানে কাজ করছে।)


🟠 Past Tenses

5️⃣ Past Indefinite (Simple Past)

✅ অতীতে ঘটে যাওয়া সম্পন্ন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Example: I watched a movie yesterday. (আমি গতকাল একটি সিনেমা দেখেছি।)

6️⃣ Past Continuous

✅ অতীতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়। Example: I was sleeping when you called me. (তুমি যখন ফোন করেছিলে, আমি ঘুমাচ্ছিলাম।)

7️⃣ Past Perfect

✅ অতীতে দুটি কাজের মধ্যে একটি আগেই সম্পন্ন হয়েছিল। Example: The train had left before I reached the station. (আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল।)

8️⃣ Past Perfect Continuous

✅ অতীতে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এবং অন্য একটি ঘটনার আগে শেষ হয়েছিল। Example: She had been studying for two hours before I arrived. (আমি আসার আগে সে দুই ঘণ্টা ধরে পড়ছিল।)


🟢 Future Tenses

9️⃣ Future Indefinite (Simple Future)

✅ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে তা বোঝাতে ব্যবহৃত হয়। Example: I will visit my grandmother next week. (আমি আগামী সপ্তাহে আমার দাদীর কাছে যাব।)

🔟 Future Continuous

✅ ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ চলমান থাকবে। Example: I will be studying at 8 PM. (আমি রাত ৮টায় পড়াশোনা করব।)

1️⃣1️⃣ Future Perfect

✅ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পন্ন হবে। Example: He will have completed the project by next Monday. (সে আগামী সোমবারের মধ্যে প্রকল্পটি শেষ করবে।)

1️⃣2️⃣ Future Perfect Continuous

✅ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলমান থাকবে। Example: By next year, she will have been teaching here for five years. (আগামী বছর, সে এখানে পাঁচ বছর ধরে পড়াচ্ছে হবে।)

Read More:

Parts of Speech এর সরল আলোচনা

গল্পে গল্পে Parts of Speech শেখা

Toukir
Toukir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Index